ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে আত্মসমর্পণ করতে যাচ্ছে দেড়’শ মাদকসেবী-ব্যবসায়ী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
বরিশালে আত্মসমর্পণ করতে যাচ্ছে দেড়’শ মাদকসেবী-ব্যবসায়ী

বরিশাল: বরিশাল জেলার শতাধিক মাদকসেবী ও ব্যবসায়ীকে আত্মসমর্পণের মাধ্যমে আলোর পথে যাওয়ার সুযোগ দিচ্ছে পুলিশ। এ উপলক্ষে বুধবার (২৯ নভেম্বর) জেলা পুলিশের পক্ষ থেকে আত্মসমর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, অন্ধকারের পথ ছেড়ে আলোর পথে যাওয়ার জন্য ১৪০ মাদকসেবী ও ব্যবসায়ী এ আত্মসমর্পণ অনুষ্ঠানে উপস্থিত হবেন।

গত ১ আগস্ট বরিশালের পুলিশ সুপার (এসপি) হিসেবে সাইফুল ইসলাম যোগ দেওয়ার পর সেপ্টেম্বর থেকে জেলার ১০ থানায় ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভায় মাদক ব্যবসায়ী এবং আসক্তদের আলোর পথে আসার আহ্বান জানান তিনি।

এর পরিপ্রেক্ষিতে মাদক সংশ্লিষ্টরা যোগাযোগ শুরু করে পুলিশের সঙ্গে।  

পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, মাদকের বিস্তার ঠেকাতে ব্যবসায়ীদের ভালো হওয়ার সুযোগ দেয়া হচ্ছে। যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে তারা এ সুযোগের আওতায় পড়বে না। আর যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদের ভালো হওয়ার সুযোগ ব্যবহারের পাশাপাশি আইনি লড়াই লড়তে হবে। যাদের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টরা অভিযোগ রয়েছে, কিন্তু মামলা নেই তারাও এ সুযোগ কাজে লাগাতে পারবেন।

বুধবার বরিশাল জেলা পুলিশ লাইন্সে আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম।  

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
এমএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।