ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আশুয়িলা (সাভার): আশুলিয়ার নরসিংহপুর এলাকায় দুই কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এসময় একটি সোয়েটার কারখানা ও  পাচঁ বাড়ির মালিককে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল থেকে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল শেখ এ অভিযান পরিচালনা করেন।
 
তিতাস কর্মকর্তা (বিপনণ) সিদ্দিকুর রহমান বাংলানিউজকে জানান, আশুলিয়ার দিয়াখালি ও ইউসুফ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে দুই কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এসময় অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে পাচঁ বাড়ির মালিককে ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ইউসুফ মার্কেট এলাকার টপ টেক্স সোয়েটার লি. কারখানায় অবৈধ সংযাগ দিয়ে বয়লার চালানোর দায়ে সংযোগ বিচ্ছিন্ন ও ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, ৫ জনের মধ্যে তিনজনকে নগদ ১০ হাজার, একজনকে ৫ হাজার ও অপরজনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।