ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

প‌টুয়াখালী‌তে ৭২ মাদকসেবী ও ব্যবসায়ীর আত্মসমর্পণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
প‌টুয়াখালী‌তে ৭২ মাদকসেবী ও ব্যবসায়ীর আত্মসমর্পণ

পটুয়াখালী: পটুয়াখালীতে ৭২ জন মাদক‌সেবী ও ব্যবসায়ী আনুষ্ঠানিকভাবে পুলিশের কাছে আত্মসমর্পণ ক‌রে‌ছেন। এ উপলক্ষে মঙ্গলবার (২৮ নভেম্বর) বি‌কে‌লে কমিনিউটি পুলিশের উদ্যোগে বিশেষ অনুষ্ঠা‌নের আ‌য়োজন করা হয়। 

বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি মো. শহিদুল ইসলাম পটুয়াখালী জেলা প্রশাসক ড. মো. মাছুমুর রহমান ও পুলিশ সুপার সৈয়দ মোসফিকুর রহমানসহ পুলিশের অন্য কর্মকর্তাদের নিয়ে পুলিশ লাইন চত্বরে বেলুন উড়িয়ে এ আয়োজনের শুভ সূচনা করেন।

পরে পৌরশহরের শেখ রাসের শিশু পার্কে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠা‌নে মো. শহিদুল ইসলামের কাছে জেলার ৭২ জন মাদকসেবী ও ব্যবসায়ী আত্মসমর্পণ করেন।  

মাদকবিরোধী আন্দোলনে শহরে একটি সাইকেল র‌্যালিও বের করা হয়।

অনুষ্ঠা‌নে আ‌রো উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোস্তফা টিটু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তারিকুজ্জামান মনি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আলমগীর হোসেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারমান সুলতান আহমেদ মৃধা প্রমুখ।

বাংলা‌দেশ সময়: ১৯৪০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
এমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।