ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় গাঁজাসহ ২ মাদক বিক্রেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
ভোলায় গাঁজাসহ ২ মাদক বিক্রেতা গ্রেফতার

ভোলা: ভোলায় ১১ কেজি গাঁজাসহ আমিন (৪০) ও সবুজ মিয়া নামে দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোর ও বিকেলে ভোলার ইলিশা ফেরীঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।

পরে রাতে ভোলার পুলিশ সুপার মোকতার হোসেন সংবাদ সম্মেলন করে  এ তথ্য জানান। এসময় তিনি বলেন, ভোলায় ১৬ মাসে ৭১৩টি মাদক মামলায় গ্রেফতার হয়েছে ৯১১ আসামি। এসময় ২৩ হাজার ৩৪৫ পিস ইয়াবা, ১০৬ কেজি ৪৭৯ গ্রাম গাঁজা, ১০১ বোতল ফেনসিডিল, ৬৮৭ বোতল বিয়ার ও ৬ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।