ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

লাইফ সাপোর্টে মেয়র আনিসুল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
লাইফ সাপোর্টে মেয়র আনিসুল মেয়র আনিসুল হক (বাংলানিউজ, ফাইল ছবি)

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হককে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

আগের চেয়ে তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে তাকে লন্ডনের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে গত ৩১ অক্টোবর আইসিইউ থেকে রিহ্যাবে নেওয়া হয়েছিল মেয়র আনিসুলকে।

সেখানেই ছিলেন এতোদিন। তবে রোববার (২৬ নভেম্বর) শরীরে নতুন করে ইনফেকশন দেখা দিলে আবারও আইসিইউতে নেওয়া হয়।

ছেলে নাভিদুল হকের বরাতে বাংলানিউজকে এসব তথ্য জানান মেয়রের একান্ত সহকারী সচিব একেএম মিজানুর রহমান।

পরিবারের পক্ষ থেকে মেয়রের সুস্থতা কামনা করে দোয়া করার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

আনিসুল হক মস্তিকের রক্তনালীতে প্রদাহজনিত রোগে ভুগছেন। দীর্ঘ দুইমাস ধরে এ অসুস্থতায় ভুগছেন তিনি। ১৩ আগস্ট লন্ডনে চেকআপ করাতে যান। চেকআপ শেষে বাসায় ফিরে জ্ঞান হারিয়ে ফেলেন। ডাক্তারি ভাষায় একে ‘মাইল্ড ব্রেইন স্ট্রোক’ বলা হয়। ১৪ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করার পর থেকে তিনি এখনও চিকিৎসাধীন।  লন্ডনে গিয়েছিলেন ২৯ জুলাই।

৬৫ বছর বয়সী আনিসুল হক বাংলাদেশ টেলিভিশনে অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে জনপ্রিয়তা পান। তৈরি পোশাকখাতের এই ব্যবসায়ী এক সময় এই খাতের ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ’র সভাপতি ছিলেন। এছাড়া ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সভাপতির দায়িত্বও পালন করেন।  

২০১১ সালের ১ ডিসেম্বর গঠিত হয় ঢাকা উত্তর সিটি করপোরেশন। ২০১৫ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে বিপুল ভোটে উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন।

আনিসুল হকের শারীরিক অবস্থা অপরিবর্তিত

বাংলাদেশ সময়: ০১০৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
এসএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।