ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সোনাগাজীতে ডাকাত-পুলিশ গুলি, ২ ডাকাত অাটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
সোনাগাজীতে ডাকাত-পুলিশ গুলি, ২ ডাকাত অাটক

ফেনী: ফেনীর সোনাগাজীতে ডাকাত-পুলিশ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেলিমসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। অপরদিকে গুলিবিদ্ধ দুই ডাকাতকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দিনগত রাত সোয়া ২টার দিকে উপজেলার সফরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন, দাগনভুঞা উপজেলার সেকান্তরপুর গ্রামের নুরুল অামিনের ছেলে নুরুল হুদা ও ফেনী সদর উপজেলার দৌলতপুর গ্রামের মো. ইলিয়াছের ছেলে নজরুল ইসলাম স্বপন।

তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।  

সোনাগাজী মডেল থারার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বাংলানিউজকে তথ্য নিশ্চিত করেন।  
তিনি জানান, রাতে সফরপুর গ্রামে পুলিশের টহলদলকে লক্ষ্য করে গুলি করে ডাকাতদল। তখন পুলিশ পাল্টা গুলি করলে দুজন ডাকাত গুলিবিদ্ধ হন। তাদের অাটক করে সোনাগাজী হাসপাতালে ভর্তি করা হয়। তাদের কাছ থেকে একটি এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।

ওসি হুমায়ুন কবির জানান, আহত পুলিশের এএসআই সেলিমসহ পাঁচজনকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা আশঙ্কামুক্ত।

বাংলাদেশ সময়: ০৪৩৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
এসএইচডি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।