ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নড়াইলে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
নড়াইলে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১

নড়াইল: নড়াইল সদর উপজেলার তপনবাগ গ্রামে একটি ঘেরের মাছ ধরা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আব্দুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো আটজন।

বুধবার (২৯ নভেম্বর) সকালের এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, তপনবাগের সরকারি প্রায় নয় একর জমি লিজ নিয়ে মাছের ঘের করেছেন মাহফুজুর রহমান নামে এক ব্যক্তি।

সকালে ওই ঘেরের মালিকানা দাবি করে লোকজন নিয়ে মাছ ধরতে যান ওই গ্রামের গোলাম রসুল। এসময় ঘেরের পাহারাদাররা নিষেধ করলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আব্দুর রহমানসহ দু’পক্ষের নয়জন আহত হন। এ অবস্থায় তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় পরে আব্দুর রহমানকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

তবে আব্দুর রহমান কোন পক্ষের তা জানাতে পারেনি পুলিশ।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।