ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোল কাস্টমসে ১০ স্বর্ণের বারসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
বেনাপোল কাস্টমসে ১০ স্বর্ণের বারসহ আটক ২ স্বর্ণের বারসহ আটক দুই চোরাকারবারী

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাচারের সময় ১০টি স্বর্ণের বারসহ ভারতগামী পাসপোর্টধারী দুই যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা সদস্যরা। 

বুধবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় দিকে ওই যাত্রীরা ভারতে যাওয়ার সময় আটক করা হয়।

আটকরা হলেন- শরীয়তপুররে হাজি সাফদার মাতবরকান্দি উপজেলার নাওডুবা জাজিরা গ্রামের ইব্রাহিম মাতম্বরের ছেলে ইলিয়াজ (৪২) ও গোপালগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর খানের ছেলে মোহাসিন খান(৪৫)।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানা যায়, স্বর্ণ পাচারের বিষয়ে তাদের কাছে আগে থেকে তথ্য ছিল। বেনাপোল কাস্টমস-চেকপোস্ট থেকে বের হওয়ার পথে তাদের আটক করা হয়। এ সময় তারা প্রথমে অস্বীকার করলেও পরে শরীর তল্লাশি চালিয়ে দু’জনের প্যান্টের মধ্য থেকে পাঁচটি করে মোট ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়।

বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অফিসের ডেপুটি কমিশনার মোহাম্মদ সাদিক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, তাদের জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
এজেডএইচ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।