ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে মাদক বিক্রেতার কারাদণ্ড 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
মানিকগঞ্জে মাদক বিক্রেতার কারাদণ্ড 

মানিকগঞ্জ: মানিকগঞ্জে শামিম আহম্মেদ সৌরভ (২৩) নামে এক মাদক বিক্রেতাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এলিনা আক্তার মাদক বিক্রির দায়ে এ দণ্ডাদেশ দেন।  

দণ্ডপ্রাপ্ত শামিম মানিকগঞ্জ শহরের কালীবাড়ি এলাকার সামসুদ্দিন আহম্মেদ স্বপনের ছেলে।

জেলা মাদকদ্রব্য অধিদফতরের ইনচার্জ সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, মানিকগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় ভাসমানভাবে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করতো শামিম। দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কালীবাড়ি এলাকা থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।

পরে আটক মাদক বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এলিনা আক্তার তাকে ছয় মাসের কারাদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।