ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

অবসরপ্রাপ্ত সেনা সদস্য খুনের ঘটনায় মামলা, গ্রেফতার ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
অবসরপ্রাপ্ত সেনা সদস্য খুনের ঘটনায় মামলা, গ্রেফতার ৩

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট শফিকুল ইসলাম (৪৫) নিহতের ঘটনায় মামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে শহরের কৈগাড়ী টাউন ফাঁড়ি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক আনিছুর রহমান বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলাটি করেন।  

তবে মামলায় কাদের বা কতজনকে আসামি করা হয়েছে জানা যায়নি।

 

নিহত শফিকুল ইসলাম নরসিংদী জেলার মনোহরদী উপজেলার হালুকান্দিয়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। তিনি জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্টে অবসরকালীন ছুটিতে (এলপিআর) ছিলেন।  

পুলিশ সূত্র জানায়, নিহত শফিকুল উপজেলার জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্ট আরসি বিল্ডিংয়ের দ্বিতীয় কোয়ার্টারে থাকতেন। নিহতের ছেলে আশরাফুল ইসলামও (১৮) সেনাবাহিনীতে চাকরি করেন। বুধবার ভোরে যশোর থেকে শাজাহানপুর বাসস্ট্যান্ডে আসেন তিনি। সেখান থেকে ছেলেকে বাসায় নিয়ে যাওয়ার পথে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে।  

পরে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে বগুড়া সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লফিফুল ইসলাম বাংলানিউজকে জানান, এ ঘটনায় অভিযান চালিয়ে খুনের সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।  
বাকিদের ধরতে র‌্যাব, পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক দল কাজ করছে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
এমবিএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।