ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে বিজিবি-বিএসএফ প্রীতি ভলিবল ও সীমান্ত বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
কুড়িগ্রামে বিজিবি-বিএসএফ প্রীতি ভলিবল ও সীমান্ত বৈঠক ভলিবল খেলায় বাংলাদেশের ২২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ও ভারতের ১০১ বিএসএফ ব্যাটালিয়ন অংশ নেয়। ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী জনসাধারণের মধ্যে সচেতনতা এবং বিজিবি-বিএসএফের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়ানোর লক্ষ্যে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে প্রীতি ভলিবল ম্যাচ ও সীমান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) বিকেলে ভুরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার সীমান্তের বাগভান্ডার উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ভলিবল ম্যাচে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) হারিয়ে জয়লাভ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

খেলায় বাংলাদেশের ২২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ও ভারতের ১০১ বিএসএফ ব্যাটালিয়ন অংশ নেয়।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে বিজিবি দল ২৫-১১ ও ২৫-১৮ সেটে বিএসএফ দলকে পরাজিত করে।

খেলা শেষে সন্ধ্যায় বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. জাফর আলী।

এর আগে বিকেল ৪টায় বিজিবি ও বিএসএফের মধ্যে প্রীতি ভলিবল খেলার উদ্বোধন করেন বিজিবি রংপুর সেক্টর কমান্ডার কর্নেল আবুল কালাম আজাদ এবং কোচবিহার বিএসএফ’র ডিআইজি সিএল বিলওয়া।  

এসময় বিএসএফ’র পক্ষে উপস্থিত ছিলেন- ১০১ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার বিক্রম কুনওয়ার, ৪২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার সারজ কুমার সিং, ৯৮ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার সুনিল কুমার সিং ও ৩৮ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার রাজওয়ান সিং ঠাকুর।

বিজিবি’র পক্ষে উপস্থিত ছিলেন- বিজিবি’র ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আউয়াল উদ্দিন আহমেদ, ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. ক. গোলাম মোর্শেদ, ৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. ক. মো. মাহফুল উল বারী, ৬১ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ মনিরুল হাসান ও ২২ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আব্দুল হামিদ।

আরও উপস্থিত ছিলেন- ভুরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাগফুরুল হাসান আব্বাসী উপস্থিত ছিলেন।  

এর আগে, উভয় দেশের সীমান্তবর্তী স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে বিজিবি ও বিএসএফ’র সেক্টর কমান্ডার পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
এফইএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।