ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ভর্তি পরীক্ষায় পরিদর্শক বেরোবি ভিসি 

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
ভর্তি পরীক্ষায় পরিদর্শক বেরোবি ভিসি  পরীক্ষার হলে পরিদর্শকের দায়িত্ব পালন করছেন বেরোবি ভিসি। ছবি: বাংলানিউজ

বেরোবি (রংপুর): রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় পরিদর্শকের দায়িত্ব পালন করেছেন উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিম উল্লাহ। 

‘ডি’ ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় বুধবার (২৯ নভেম্বর) কবি হেয়াত মামুদ ভবনের ১০১ নম্বর কক্ষটিতে প্রধান পরিদর্শকের দায়িত্ব পালন করেন তিনি।  

এ সময় ওই কক্ষে পরিদর্শকের দায়িত্ব পালন করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাবিউর রহমান প্রধান এবং বিশ্ববিদ্যালয়ের ইমাম কাম-খতিব রকিব উদ্দিন আহমেদ।

এদিকে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) অনুষ্ঠেয় ভর্তি পরীক্ষায় করণীয় নিয়ে প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে বিকেলে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।  বৈঠকে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন ও সঠিক সময়ে ফল প্রকাশের বিষয়ে নির্দেশনা দেন উপাচার্য ।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১০টা এবং বেলা ১১টা থেকে ১২ টা পর্যন্ত ই-ইউনিটভুক্ত প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ভর্তি পরীক্ষা হবে। অনুষদের বিভিন্ন বিভাগে ১০০ আসনের বিপরীতে মোট ৬ হাজার ৮৮৯ ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন। এই হিসেবে প্রতি আসনে লড়ছেন ৬৯ জন ছাত্র-ছাত্রী।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।