ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় নকল ওষুধের কারখানার সন্ধান, মালিকসহ আটক ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
খুলনায় নকল ওষুধের কারখানার সন্ধান, মালিকসহ আটক ২ নকল ওষুধসহ কারখানার মালিককে জরিমানা/ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ওষুধসহ কারখানার সন্ধান পেয়েছে পুলিশ।

বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় মহানগরীর সোনাডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ ঘটনায় কারখানার মালিক হাফিজুর রহমান (৫৫) ও কেমিস্ট ইকবালকে (৫২) আটক করা হয়।



মালিককে ৬ মাসের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভোক্তা অধিকার আইন-২০০৯ সালের ৫২ ধারায় এই সাজা দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাতুল আলম।

উপ পরিদর্শক (এসআই) বিএম মনিরুজ্জামান, সহকারী উপ পরিদর্শক (এএসআই) অনুপ কুমার ঘোষ, এএসআই জিয়াউর রহমান, এসআই উজ্জল সরকার অভিযান পরিচালনা করেন।

সোনাডাঙ্গাগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোনাডাঙ্গা থানা এলাকার খালাশী মাদ্রাসা রোডের কথিত ডা. হাফিজুর রহমানের চতুর্থতলা বাড়িতে অভিযান চালানো হয়। এসময় সেখানে চতুর্থ তলায় একটি ফ্লাটে হোমিওপ্যাথিক নকল ওষুধ তৈরির কারখানা পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
এমআরএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।