ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাজাপুরে পঙ্গু স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
রাজাপুরে পঙ্গু স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ!

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলা সদরের মেডিকেল মোড় এলাকায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাজাপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন বাংলানিউজকে জানান, অভিযোগের প্রেক্ষিতে রাজাপুর উপজেলা সদরের বাইপাস এলাকার হাকিম হোসেনের ছেলে মনিরুজ্জামান মনির এবং ভান্ডারিয়ার বাসিন্দা ও বালু ব্যবসায়ী সিদ্দিকুর রহমানকে আটক করা হয়েছে।

পাশাপাশি ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

ওসি শামসুল আরেফিন মামলার বরাত দিয়ে জানান, বুধবার (২৯ নভেম্বর) মধ্যরাতে আটক দুই জনসহ পাঁচজন মিলে রাজাপুর উপজেলা সদরের মেডিকেল মোড় এলাকায় ভিকটিমের বাড়িতে প্রবেশ করে। এ সময় তার অসুস্থ পঙ্গু স্বামীকে বেঁধে রেখে তার সামনেই স্ত্রীকে ধর্ষণ করা হয়।

খবর পেয়ে পুলিশ ওই রাতেই ঘটনাস্থলে যান এবং অভিযান চালিয়ে মনিরুজ্জামান মনির ও সিদ্দিকুর রহমানকে আটক করে।

এ ঘটনায় আটক  দুই জনসহ পাঁচজনকে অভিযুক্ত করে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন ভিকটিম। বাকি তিনজনকে আটক করার জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলা‌দেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।