ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

পুঠিয়ায় ট্রাকচাপায় যুবক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
পুঠিয়ায় ট্রাকচাপায় যুবক নিহত

রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় ট্রাকচাপায় রাসেল হোসেন (২৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে এ সড়ক দুর্ঘটনা ঘটে। রাসেল পুঠিয়া উপজেলার আগলা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান ভুইয়া বাংলানিউজকে জানান, দুপুরে মোটরসাইকেল পেছনে করে স্থানীয় বানেশ্বর বাজারের দিকে যাচ্ছিলো রাসেল। মোটরসাইলে চালাচ্ছিলেন একই এলাকার সিদ্দিকুরের ছেলে আশিক (২৭)। এসময় তাদের বহনকারী মোটরসাইকেলটি উত্তরা কোল্ড স্টোরের সামনে পৌঁছলে দুর্ঘটনাকবলিত হয়ে তারা মোটরসাইকেল থেকে পড়ে যান।  

এ সময় পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দেয়। পরে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে থানায় মামলা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।