ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ডিআরইউ’র সভাপতি সাইফুল, সাধারণ সম্পাদক শুভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
ডিআরইউ’র সভাপতি সাইফুল, সাধারণ সম্পাদক শুভ

ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ডিআরইউতে ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার মনজুরুল আহসান বুলবুল তাদের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন।
 
ফলাফল অনুযায়ী, ডিআরইউ কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সাইফুল ইসলাম ৬০৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন।

প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু দারদা যুবায়ের ৩৪৩ ও রফিকুল ইসলাম আজাদ পেয়েছেন ২৯৩ ভোট।

সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সৈয়দ শুকুর আলী শুভ (৫০২)। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুরসালিন নোমানী (২৭৯), শেখ মুহাম্মদ জামাল হোসাইন (শেখ জামাল) (২৫৪), রেজাউল করিম (৫৪) এবং শাসছুদ্দীন আহমেদ পেয়েছেন ১৫৮ ভোট।
 
যুগ্ম-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. মঈন উদ্দিন খান (৫৪২। প্রতিদ্বন্দ্বী প্রার্থী অমরেশ রায় (৩৫৭), হালিম মোহাম্মদ (১১৪) মেহেদী আজাদ মাসুম পেয়েছেন ২০৯ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নূরুল ইসলাম হাসিব (৪৬১)। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আফজাল বারী (৪১২) এবং এস এম গাউসুল আজম বিপু পেয়েছেন ৩৫৯ ভোট।
 
দফতর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. জেহাদ হোসেন চৌধুরী (৫৮৮)। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোরসালিন আহমেদ পেয়েছেন ৫০৬ ভোট। প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মহসিন হোসেন (৫৬২)। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আহমেদ সিরাজ পেয়েছেন ৪৫৯ ভোট।
 
ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আরাফাত দাড়িয়া (৭৬৮)। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাকসুদা লিসা পেয়েছেন ৪১৮ ভোট। আপ্যায়ন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কামাল উদ্দিন সুমন (৬৮২)। প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইফুল ইসলাম মন্টু পেয়েছেন ৪১৯ ভোট। কল্যাণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কাওসার আজম (৭৩২)। এই পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. এমদাদুল হক খান পেয়েছে ২৫১ ভোট।
 
কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল কাফি (৮৮৭), মাহমুদা ডলি (৬৩৯), জান্নাতুল ফেরদৌস পান্না (৬০২), জাফর ইকবাল ( ৫৪১), আব্দুল হাই তুহিন (৫৩০), কামাল মোশারফ (৫১৪), এস এম এ কালাম (৫০৫)।
 
পাঁচটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে আছেন সহ-সভাপতি পদে গ্যালমান শফি, অর্থ সম্পাদক পদে মানিক মুনতাসির, নারী বিষয়ক সম্পাদক পদে ঝর্ণা মনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আনিসুল হক ভূঁইয়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মিজান চৌধুরী।
 
পেশাদার রিপোর্টারদের সংগঠন ডিআরইউতে ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৫টায় শেষ হয়। এবারের নির্বাচনে ১ হাজার ৫২১ জন ভোটার ছিলেন। এবারের কার্যনির্বাহী কমিটির ২১টি পদের বিপরীতে ৪০ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন।
 
 বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, নভেম্বর ৩০,২০১৭
 এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।