ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

একদিনের ব্যবধানে জামিনে মুক্ত ২৩ জুয়াড়ি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
একদিনের ব্যবধানে জামিনে মুক্ত ২৩ জুয়াড়ি জামিনে মুক্ত ২৩ জুয়াড়ি। ছবি: বাংলানিউজ

সিলেট: ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে জুয়া খেলার অপরাধে ২৩ জুয়াড়ি আটকের একদিনের ব্যবধানে জামিনে মুক্ত দিয়েছেন সিলেট চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

আটকদের জামিন আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) শুনানি শেষে আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো তাদের জামিন নামঞ্জুর করেন।

জামিনপ্রাপ্তরা তারা হলেন- জয়নাল আবেদীন (২৫), আতিকুর রহমান (২৬), মহসীন আলী (৫০), আলতাবুর রহমান (৪০), আশিকুর রহমান (৩৮), মখজর আলী (৩৬), সুলেমান খান (৪৯), কামাল আহমদ (৪২), পারভেজ আহমদ (৩২), বেলাল আহমদ (৩৬), রুমেল আহমদ (৩৭), রফিক মিয়া (৩৬), আজমল আলী (৫০), আমির আলী (৫০), মিটুন মিয়া (৩৫), বাদশা মিয়া (৪৮), আলী হোসেন (৫২), আব্দুল হক (৩৩), মানিক মিয়া ৫৬), আকবর আলী (৫৪), ফিরোজ মিয়া (৪৪), আব্দুর রাজ্জাক (৬০), মনির মিয়া (৬১)।

সিলেট সদর কোর্টের জেনারেল রেজিস্টার অফিসার (জিআরও) উপ-পরিদর্শক (এসআই) নিহারেন্দু বিজয় দাস মোবাইল ফোনে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার বিকেলে শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন আদালতের বিচারক।

এর বুধবার (২৯ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে সিলেট শহরের লামাবাজার সৈনিক ক্লাবে জুয়ার আসর থেকে জুয়া খেলার সরঞ্জামসহ ২৩ জুয়াড়িকে আটক করে পুলিশ। পরে তাদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
এনইউ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।