ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

উলিপুরে ইয়াবাসহ ইউপি সদস্য ও দুই সহযোগী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
উলিপুরে ইয়াবাসহ ইউপি সদস্য ও দুই সহযোগী আটক কুড়িগ্রামে ইয়াবাসহ আটক তিন/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ক্রেতা সেজে ১০২ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও তার দুই সহযোগীকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- দুর্গাপুর ইউনিয়ন পরিষদের ১নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সবুজ সরকার (৩৫), একই ইউনিয়নের শহিদুল ইসলাম (৩৫) ও আখলাকুর রহমান (৩২)।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস কে আব্দুল্লাহ আল সাইদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বুধবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াই পাথারিবাড়ি গ্রামে অভিযান চালায়। এসময় ক্রেতা সেজে স্থানীয় হায়বর আলীর ছেলে শহিদুল ইসলামের বাড়িতে তল্লাশি চালিয়ে ১০২ পিস ইয়াবাসহ ওই তিনজনকে আটক করা হয়।

পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
এফইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।