ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে প্রবাসীকে অপহরণের পর উদ্ধার, আটক ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
মৌলভীবাজারে প্রবাসীকে অপহরণের পর উদ্ধার, আটক ৬ উদ্ধারের পর অপহৃত প্রবাসী ফোহাদ বখত চৌধুরী। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: মৌলভীবাজার  সদর হাসপাতালের সামনে থেকে অপহৃত প্রবাসী ফোহাদ বখত চৌধুরীকে (৩৫) অপহরণের পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় শহরতলীর পাগুলিয়া উদ্দীপন মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র থেকে ফোহাদ বখত চৌধুরীকে উদ্ধার করা হয়। বিকেল ৪টার দিকে সদর হাসপাতালের সামনে থেকে তাকে অপহরণ করা হয়।

আটককৃতদের নাম-ঠিকানা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

অপহৃত ফোহাদ বখত চৌধুরী মৌলভীবাজার সদর উপজেলার আলীপুর গ্রামের আব্দুল মান্নান বখত চৌধুরীর ছেলে। তিনি মধ্যপ্রাচ্যের দুবাই প্রবাসী।

অপহৃত ফোহাদ বাংলানিউজকে জানান, ‘সকাল সাড়ে ১০টার দিকে অপরিচিত নম্বর থেকে ফোন করে দুবাই থেকে একটি পার্সেল এসেছে বলে আমাকে জানানো হয়। এ সময় পার্সেলটি নিতে হাসপাতালের সামনে আসতে বলা হয়। বিকেলে আমি সেখানে গেলে রিপন ও আরো দু’জন অজ্ঞাত ব্যক্তি আমাকে অপহরণ করেন। পরে আমাকে উদ্দীপন মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে আটক করে রাখা হয়’।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদ বাংলানিউজকে জানান, অপহৃত ফোহাদের আপন ভাই তার কিছু আত্মীয়-স্বজনের যোগসাজশে শত্রুতাবসত তাকে উদ্দীপন মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে মাদকসেবী আখ্যা দিয়ে আটকে রাখার চেষ্টা করেন। অর্থের বিনিময়ে উদ্দীপনও একজন স্বাভাবিক মানুষকে মাদকাসক্ত সাজিয়ে আটকে রাখার চেষ্টা করেছে।

তিনি আরো জানান, এ ঘটনায় সন্দেহজনক আটককৃতরা অপহৃত ব্যক্তির আত্মীয় ও উদ্দীপন মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রের লোক।

এ বিষয়ে থানায় অপহরণ মামলা করা হয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ০৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৭
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।