ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক মাসুদুল হকের জানাজা সম্পন্ন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৩ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৭
জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক মাসুদুল হকের জানাজা সম্পন্ন মাসুদুল হকের জানাজা-ছবি-শাকিল আহমেদ

ঢাকা: জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য, দৈনিক ইত্তেফাকের সাবেক সিনিয়র সাব-এডিটর ও লেখক মাসুদুল হকের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।

শুক্রবার (০১ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাব চত্বরে সকাল সাড়ে ১০টায় তার জানাজায় বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক, টেলিভিশন চ্যানেল ও অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জানাজার আগে মাসুদুল হক সম্পর্কে স্মৃতিচারণ করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার প্রমুখ।

 

মাসুদুল হকের কফিনে শ্রদ্ধাঞ্জলি-ছবি-শাকিল আহমেদগত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সী এ সাংবাদিকের মৃত্যু হয়। তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন।

জানাজা শেষে উপস্থিত সাংবাদিক নেতারা মাসুদুল হকের কফিনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।  

খুলনার দক্ষিণ খালিশপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৭
এসআইজে/আরআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।