ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ভাংগুড়ায় মালবাহী ট্রেন লাইনচ্যুতের ঘটনায় তদন্ত কমিটি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৭
ভাংগুড়ায় মালবাহী ট্রেন লাইনচ্যুতের ঘটনায় তদন্ত কমিটি

ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদী-ঢাকা রেলরুটের ভাংগুড়াতে মালবাহী ট্রেন লাইনচ্যুতের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পাকশী বিভাগীয় সহকারী পরিবহন কর্মকর্তা নাসির উদ্দিনকে আহ্বায়ক করে সহকারী যান্ত্রিক প্রকৌশলী মিজানুর রহমানকে যুগ্ন আহ্বায়ক করে আরো দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে আগামী তিন দিনের মধ্যে তদন্ত শেষ করতে বলা হয়েছে।

এরআগে, শুক্রবার (০১ ডিসেম্বর) সকাল ৮টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেন পাবনা ভাংগুড়ার বড়াল ব্রিজ স্টেশনের কাছে পৌঁছালে ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা শওকত জামিল মোহসী বাংলানিউজকে জানান, লুপ লাইনে মালবাহী ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হওয়ার কারণে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন সৃষ্টি হয়নি। দুই ঘণ্টায় দুইটি বগির চাকা মেরামত করা হয়েছে। বর্তমানে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

**ঢাকার সঙ্গে দক্ষিণ-উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।