ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাতিলের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫১ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৭
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাতিলের দাবি বিজ্ঞান আন্দোলন মঞ্চের মানববন্ধন

বরিশাল: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাতিলের দাবিতে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিজ্ঞান আন্দোলন মঞ্চ। শুক্রবার (০১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে এ কর্মসূচির আয়োজিত হয়।

বিজ্ঞান আন্দোলন মঞ্চের আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলার সংগঠক বদরুদ্দোজা সৈকত। বক্তব্য রাখেন বিজ্ঞান আন্দোলন মঞ্চের কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী ইমরান হাবিব রুমন, জেলার সংগঠক ডা. মনীষা চক্রবর্তী, রিয়াজুল হক সুমন, নিজামুল হক সাগর প্রমুখ।

বক্তারা বলেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিরাপদ নয়। তেমনি এটি সস্তা নয় এবং আমাদের নিজস্ব প্রযুক্তি বা নিরাপত্তা ব্যবস্থা নেই। বরং এর বর্জ্য ও তেজষ্ক্রিয় বিকিরণ পরিবেশ দূষণ ও মানুষের ক্যান্সারের ঝুঁকি বাড়াবে।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৭
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।