ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় ৩ দিনব্যাপী পাটপণ্য মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৭
মাগুরায় ৩ দিনব্যাপী পাটপণ্য মেলা শুরু পাটপণ্য মেলা

মাগুরা: মাগুরায় তিন দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলা শুরু হয়েছে।

শুক্রবার (০১ ডিসেম্বর) সকালে মাগুরা কালেক্টরেট চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন কামরুল লাইলা জলি এমপি।

মাগুরা জেলা প্রশাসনের সহযোগিতায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) এ মেলার আয়োজন করে।

জেলা প্রশাসক আতিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেডিপিসি’র নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) নাসিমা বেগম, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুণ্ডু, জেডিপিসি’র মার্কেটিং ডাইরেক্টর অধরা বোস।

আলোচনা সভা শেষে জেডিপিসি কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত ২৩ জন নারীর মাঝে সনদপত্র দেওয়া হয়।
 
মেলায় ২৫টি স্টলে দেশের বিভিন্ন অঞ্চলের উদ্যোক্তাদের পাট দিয়ে তৈরি নানা ধরনের পণ্য প্রদর্শন ও বিক্রয় করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।