ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ধর্মপাশায় চাচাতো ভাইয়ের হাতে প্রভাষক খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৭
ধর্মপাশায় চাচাতো ভাইয়ের হাতে প্রভাষক খুন

সুনামগঞ্জ: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বাড়ির সীমানা নির্ধারণ নিয়ে বিরোধের জের ধরে চাচাতো ভাইয়ের হাতে আবু তুহিন জুয়েল (৪০) নামে এক প্রভাষক খুন হয়েছেন।

শুক্রবার (০১ ডিসেম্বর) দুপুরে উপজেলার কাশীয়ানি গ্রামে এ ঘটনা ঘটে। তুহিন জামালগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক ছিলেন।

তিনি কাশীয়ানি গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে বাড়ির জায়গা নিয়ে তুহিন ও তার চাচাতো ভাই আব্দুর রাজ্জাকের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে সকালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুপুরে তুহিনকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন রাজ্জাক। পরে স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় তুহিনকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জের সিনিয়র সহকারি পুলিশ সুপার (এএসপি) তাপস রঞ্জন ঘোষ বাংলানিউজকে জানান, বাড়ির জায়গার সীমানা নিয়ে এ ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।