ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীতে স্মার্ট কার্ড বিতরণ শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৭
পটুয়াখালীতে স্মার্ট কার্ড বিতরণ শুরু স্মার্ট কার্ড বিতরণ-ছবি-বাংলানিউজ

পটুয়াখালী: পটুয়াখালীতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) বেলা ১১টায় পটুয়াখালী জেলা নির্বাচন অফিসের উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভিশন-২১ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

জেলা প্রশাসক ড. মো. মাছুমুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়াসহ জেলা প্রশাসন ও নির্বাচন কমিশনের বিভিন্ন দফতর প্রধান, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ অন্যরা।

উদ্বোধন শেষে পৌরসভার ১০ জনের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করেন জেলা প্রশাসক ড. মো. মাছুমুর রহমান।

পটুয়াখালী পৌরসভার ৪৪ হাজারের বেশি এবং জেলায় ১০ লাখের বেশি স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে বলে জানিয়েছে জেলা নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান।

বাংলা‌দেশ সময়: ১৬০৯ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৭
এমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।