ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

গাংনীতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে আহত ১৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৭
গাংনীতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে আহত ১৯ গাংনীতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে আহত ১৯

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলা শহর ও ঢেপা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় অন্তত ১৯ জন আহত হয়েছেন।

শুক্রবার (০১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে গাংনী উপজেলার চিৎলা মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- মধ্য গাংনী পৌরসভার শিশিরপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে রুহুল আমিন (৩০), মিনারুল ইসলাম (২৫), রাজিব হোসেনের ছেলে জামিরুল ইসলাম (২০), আব্দুল মান্নান মাস্টারের ছেলে শাকিল হোসেন (২৫), উবাইদুল্লাহ’র ছেলে কামরুল ইসলাম (৩৫), রমজান আলীর ছেলে জিনারুল ইসলাম (২৫), আবু বক্করের ছেলে রিপন হোসেন (২২), আব্দুল জলিলের ছেলে রনি (১৮), সাদ আলীর ছেলে আমিনুল ইসলাম (৪০)।

আহতরা গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

গাংনী পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান বাংলানিউজকে জানান, ঢেপা গ্রামের শুকুমার দাসের চার বিঘা জমি শিশিরপাড়া গ্রামের কয়েকজন মিলে কিনে নেয়। দুপুরে ওই জমিতে গাছ লাগাতে গেলে ঢেপা গ্রামের আদম আলীর লোকজন তাদের ওপর হামলা করে। এতে প্রায় ১৫ জন অাহত হন। এছাড়া ১২টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ ঘটনায় গাংনী থানায় মামলার প্রস্তুতি চলছে।

এদিকে, গাংনী শহরের থানাপাড়া এলাকায় জমি নিয়ে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের চার ভাই আহত হন। আহতদের মধ্যে মামুন হোসেন (৩০) ও মনিরুজ্জামানের (২৭) অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া মুনজুরুল হক (৪২) ও মারুফ হোসেন (৩৫) গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তারা গাংনী উপজেলা শহরের ৮নং ওয়ার্ডের থানাপাড়া এলাকার মকছেদ আলীর ছেলে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসনে বাংলানিউজকে জানান, চিৎলা গ্রামের জমি দখলের ঘটনায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কেউ মামলা দেয়নি। মামলা দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।