ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বান্দরবানে স্মার্টকার্ড বিতরণ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৭
বান্দরবানে স্মার্টকার্ড বিতরণ শুরু স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হচ্ছে

বান্দরবান: বান্দরবানে ভোটারদের মধ্যে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (০১ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা নির্বাচন অফিসে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক।

এ সময় উপস্থিত ছিলেন-সদর উপজেলার চেয়ারম্যান আবদুল কুদ্দুস, পৌরসভার প্যানেল মেয়র দিলীপ কুমার বড়ুয়া, জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহাদাত হোসেন ও রুমা উপজেলা নির্বাচন কর্মকর্তা তরুণ চাকমা প্রমুখ।

বান্দরবান জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব বাংলানিউজকে জানান, প্রথম পর্যায়ে বান্দরবান পৌরসভা ও সদর উপজেলার ইউনিয়নগুলোতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। সদর উপজেলায় মোট ৫৪ হাজার ৪৬টি কার্ড বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে জেলার ৭টি উপজেলায় ভোটারদের মধ্যে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। ফেব্রুয়ারি মাসের মধ্যে পুরো জেলায় কার্ড বিতরণ কার্যক্রম শেষ হবে।

শুক্রবার সকাল থেকে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের নারী ও পুরুষরা উৎসাহ নিয়ে লাইনে দাড়িয়ে স্মার্ট জাতীয় পরিচয়পত্র নেয়ার জন্য জেলা নির্বাচন অফিসে ভিড় জমান।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, ০১ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।