ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নবাবগঞ্জে নদীতে ডুবে যুবক নিখোঁজ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৭
নবাবগঞ্জে নদীতে ডুবে যুবক নিখোঁজ

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ইছামতি নদীতে ডুবে কুনাল কুণ্ডু (২৫) নামে ভারতীয় এক যুবক নিখোঁজ রয়েছেন।

শুক্রবার (০১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা সদর ইউনিয়নের কলাকোপা পোদ্দার বাজার খেয়াঘাটে গোসল করতে গেলে এ ঘটনা ঘটে।
 
নিখোঁজ কুনাল কলকাতার শিয়ালদহ রেল স্টেশন সংলগ্ন বেলেঘাটা এলাকা থেকে বন্ধু বিশ্বজিতের মামার বাড়িতে বেড়াতে এসেছিলেন।

তিনি কলকাতার ওই এলাকার বাসুদেব কুণ্ডুর ছেলে বলে জানা গেছে।

বিশ্বজিৎ সাহা জানায়, ২৬ নভেম্বর ১ মাসের ভ্রমণ ভিসায় তার মা ও দুই বন্ধু কুনাল, কুশলকে নিয়ে কলাকোপা রাজারামপুরে মামার বাড়িতে বেড়াতে আসেন তিনি। কুনাল ও কুশল নিকট আত্মীয়।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তিন বন্ধু মিলে ইছামতি নদীর পোদ্দার বাজার ঘাটে গোসল করতে নামেন। একপর্যায়ে কুনাল পানিতে ডুবে যায়। এসময় তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলেও কুনালকে উদ্ধার করতে পারেনি।

বিশ্বজিৎ আরো জানান, ঘটনার পর স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনাস্থলে ছুটে আসেন এবং ডুবুরি দলকে খবর দেন।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বাংলানিউজকে জানান, রাজধানীর ফুলবাড়িয়া ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়া হয়েছে। উদ্ধারের অভিযানের জন্য তারা রওনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ০১ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।