ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনায় স্মার্টকার্ড বিতরণ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৭
বরগুনায় স্মার্টকার্ড বিতরণ শুরু স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠান

বরগুনা: বরগুনায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (০১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

একযোগে বরগুনা, ঝালকাঠী ও পিরোজপুর জেলায় নাগরিকদের মধ্যে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হয়েছে।

বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর হাতে তার নিজের স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মোখলেছুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা নির্বাচন অফিসার মো. দুলাল তালুকদার। এ সময় জেলা নির্বাচন, জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, ০১ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।