ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

উলিপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৭
উলিপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

কু‌ড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নে মোটরসাইকেলের ধাক্কায় নবিউন নেছা (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা তিন আরোহী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১ ডিসেস্বর) বিকেল ৫টার দিকে ইউনিয়নের কৃষ্ণমঙ্গল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত নবিউন নেছা ওই ইউনিয়নের নন্দুনেফড়া গ্রামের মৃত শানু মোল্লার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কালপানি বজরা গ্রামের হজরত আলী (৩০), মধ্য বজরা গ্রামের লিটন মিয়া (৩২) ও নেফড়া গ্রামের আবুল হোসেন (৪২) একসঙ্গে মোটরসাইকেল যোগে নাগড়াকুড়া টি-বাঁধে যাচ্ছিলো। এ সময় কৃষ্ণমঙ্গল নামক স্থানে নবিউন নেছাকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে।

পরে স্থানীয়রা ওই বৃদ্ধাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) এস কে আব্দুল্লাহ আল সাইদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলা‌নিউজকে বলেন, নিহত বৃদ্ধা নবিউন নেছার মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত তিন মোটরসাইলে আরোহীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৭
এফইএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।