ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে পার্কে প্রেমিকার সামনে প্রেমিক খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৭
যশোরে পার্কে প্রেমিকার সামনে প্রেমিক খুন যশোরে ছুরিকাঘাতে নিহত প্রেমিক/ছবি: বাংলানিউজ

যশোর: যশোর কালেক্টরেট পার্কে প্রেমিকাকে নিয়ে বেড়াতে এসে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রনি হোসেন (২৮) নামে এক যুবক খুন হয়েছেন।

শুক্রবার (০১ ডিসেম্বর) সন্ধ্যায় যশোর জেলা প্রশাসকের কার্যালয় কম্পাউন্ডে কালেক্টরেট পার্কে এ ঘটনা ঘটে।

নিহত রনি হোসেন শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার আলী হোসেনের ছেলে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমল হুদা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত রনি অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে।

নিহতের 'বন্ধু' পরিচয়দানকারী ইভা আক্তার রত্না বাংলানিউজকে বলেন, 'বন্ধু রনির সঙ্গে কালেক্টরেট পার্কে বসে গল্প করছিলাম। এ সময় অজ্ঞাতপরিচয় তিন যুবক অতর্কিতভাবে রনিকে ছুরি মেরে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় রনিকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে পরক্ষণে তার মৃত্যু হয়।

এদিকে, নিহত রনির বন্ধু আকতার হোসেন বাংলানিউজকে বলেন, রনি তার প্রেমিকা ইভা আক্তার রত্নাকে নিয়ে গল্প করছিলো, আমিও পাশে ছিলাম। এ সময় শংকরপুর রেললাইন এলাকার ফিরোজ হোসেনসহ তিন দুর্বৃত্ত মিলে রনিকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরক্ষণে তাকে হাসপাতালে নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।