ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে নিখোঁজ খ্রিস্টান পুরোহিত সিলেটে উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৭
নাটোরে নিখোঁজ খ্রিস্টান পুরোহিত সিলেটে উদ্ধার

সিলেট: নাটোর থেকে নিখোঁজ খ্রিস্টান পুরোহিত ফাদার ওয়াল্টার উইলিয়াম রোজারিওকে সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (০১ ডিসেম্বর) বিকেলে দক্ষিণ সুরমা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে তাকে উদ্ধার করা হয়। এদিন বিকেলে তাকে ঢাকায় নিয়ে রওনা হয়েছে পুলিশ।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।  

পুলিশ সূত্র জানায়, দক্ষিণ সুরমা বাস টার্মিনালে শ্যামলী পরিবহনের একটি বাসে করে অন্য কোথাও যাওয়ার সময় ফাদার উইলিয়াম রোজারিওকে উদ্ধার করে পুলিশ সদর দপ্তর ও নাটোর জেলা পুলিশের যৌথ অভিযানিক দল।  

গত সোমবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার বনপাড়া মিশন মার্কেট থেকে জোনাইল ধর্মপল্লীর উদ্দেশে যাওয়ার পথে নিখোঁজ হন রোজারিও। পরদিন মঙ্গলবার (২৮ নভেম্বর) নিখোঁজের ঘটনায় স্থানীয় বড়াইগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি করেন জোনাইল ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার সুব্রত পিউরিফিকেশন।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৭
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।