ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

পোপকে প্রধানমন্ত্রীর নৌকা উপহার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৭
পোপকে প্রধানমন্ত্রীর নৌকা উপহার পোপ ফান্সিসের হাতে উপহার হিসেবে নৌকা তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসকে নৌকো উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

শুক্রবার (০১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টা ২০ মিনিটের দিকে রাজধানী বারিধারায় অবস্থিত ভ্যাটিক্যান দূতাবাসে সৌজন্য সাক্ষাতকালে এ নৌকা উপহার দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, পোপ ফ্রান্সিস ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছা বিনিময় করেন।

প্রায় ২০ মিনিটের মতো একান্তে কথা বলেন তারা।  

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানা, শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও ববির স্ত্রীকে পোপের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

**পোপের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ    
**পোপকে প্রধানমন্ত্রীর নৌকা উপহার


বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৭
এসইউএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।