ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

শনিবার সাড়ে ১১টায় পৌঁছাবে আনিসুলের মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৭
শনিবার সাড়ে ১১টায় পৌঁছাবে আনিসুলের মরদেহ সদ্য প্রয়াত মেয়র আনিসুল হক/ফাইল ছবি

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের সদ্য প্রয়াত মেয়র আনিসুল হক (৬৬) এর মরদেহ শনিবার (০২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশে পৌঁছাবে। যুক্তরাজ্য থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি ০০২) করে মেয়রের মরদেহ বাংলাদেশে পৌঁছাবে।

সেখান থেকে সরাসরি মেয়রের বনানীর বাসায় নেওয়া হবে মরদেহ। পরে বিকেল ৩টায় সর্বসাধারণের শ্রদ্ধার জন্য আর্মি স্টেডিয়ামে মেয়রের মরদেহ রাখা হবে।

সেখানেই বিকেল ৪টায় জানাজা শেষে বনানী করবস্থানে সমাহিত করা হবে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাত ১০টা ২৩মিনিটে যুক্তরাজ্যের লন্ডনের দ্য ওয়েলিংটন হাসপাতালে মেয়র আনিসুল হক মারা যান। হাসপাতালে তিনি কৃত্রিম শ্বাসপ্রশ্বাস (ভেন্টিলেশন) যন্ত্র দেওয়া অবস্থায় ছিলেন। রাতে তার কৃত্রিম শ্বাসপ্রশ্বাস যন্ত্র খুলে নিয়ে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৭
এসএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।