ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

লন্ডনে মেয়র আনিসুল হকের জানাজা সম্পন্ন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৭
লন্ডনে মেয়র আনিসুল হকের জানাজা সম্পন্ন সদ্যপ্রয়াত মেয়র আনিসুল হক

ঢাকা: যুক্তরাজ্যের লন্ডনের রিজেন্ট পার্ক মসজিদে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সদ্যপ্রয়াত মেয়র আনিসুল হকের জানাজা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১ ডিসেম্বর) স্থানীয় সময় জুমার নামাজের পর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। শনিবার (২ ডিসেম্বর) বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টার দিকে তার মরদেহ ঢাকায় এসে পৌঁছাবে।

লন্ডনের বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা যায়, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মেয়র আনিসুলের মরদেহ বাংলাদেশে পাঠানো হবে। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ সময় শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মরদেহ ঢাকায় পৌঁছাবে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাত ১০টা ২৩মিনিটে যুক্তরাজ্যের লন্ডনের দ্য ওয়েলিংটন হাসপাতালে মেয়র আনিসুল হক মারা যান। হাসপাতালে তিনি কৃত্রিম শ্বাসপ্রশ্বাস (ভেন্টিলেশন) যন্ত্র দেওয়া অবস্থায় ছিলেন। রাতে তার কৃত্রিম শ্বাসপ্রশ্বাস যন্ত্র খুলে নিয়ে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, ডিসেম্বের ০১, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।