ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ডাকাতি মামলার দুই আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৮ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৭
ফরিদপুরে ডাকাতি মামলার দুই আসামি গ্রেফতার

ফরিদপুর: ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার শাকপালদিয়া গ্রামে অভিযান চালিয়ে জামাল শেখ (৪২) ও জাহাঙ্গির মাতুব্বর (৩৮) নামের দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

তারা দু’জন নগরকান্দা থানার ধুতরাহাটি গ্রামের বাসিন্দা। গ্রেফতারকৃতরা ওই থানার একটি ডাকাতি মামলার এজাহারভুক্ত আসামি।

 

ঘটনার বিবরণে ফরিদপুর র‌্যাবের কোম্পানি অধিনায়ক (ভারপ্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, শুক্রবার (০১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তাদের আটক করা হয়।  

তিনি জানান, চলতি বছর ১৩ অক্টোবর বিকেলে নগরকান্দার কালীবাড়ী বাজার ব্রিজ এলাকার আবু শহিদ মিয়ার তিন মেয়ে রিক্তা আক্তার (৩২), ফাতেমা আক্তার মিতা (২৬) ও লিজা আক্তার লুপিকে (২৩) অস্ত্রের মুখে জিম্মি করে ৩৩ ভরি স্বর্ণালংকার লুণ্ঠন করে নেওয়ার অভিযোগে আদালতে আপিল আবেদন করা হয়।

পরবর্তীতে আদালতের নির্দেশক্রমে নগরকান্দা থানায় ৩ নভেম্বর একটি নিয়মিত ডাকাতি মামলা (মামলা নং ৩) রুজু করা হয়। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।