ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নান্দাইলে ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৭
নান্দাইলে ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা আটক

কিশোরগঞ্জ: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ৪৫০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১৪) সদস্যরা।

শুক্রবার (০১ ডিসেম্বর) দিনগত রাতে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারী পরিচালক লে. এম শোভন খান বাংলানিউজকে বিষয়টি জানান।

এর আগে শুক্রবার রাতে উপজেলার অরণ্যপাশার করিম মিয়ার ইটভাটা সংলগ্ন ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পার্শ্ববর্তী এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

আটক মাদক বিক্রেতারা হলেন- ময়মনসিংহের নান্দাইল উপজেলার নাখেরী এলাকার মো. ফিরোজ মিয়ার ছেলে নয়ন মিয়া (২৫) এবং একই উপজেলার পালাহার এলাকার মো. আশরাফ আলীর ছেলে মো. সফিকুল ইসলাম (২৮)।

এম শোভন খান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে অরণ্যপাশার করিম মিয়ার ইটভাটা সংলগ্ন ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পার্শ্ববর্তী এলাকায় অভিযান চালিয়ে নয়ন মিয়া ও সফিকুল ইসলামকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪৫০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ সাড়ে ৩ হাজার এবং ২টি মোবাইল সেট সিমসহ উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ০৮৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।