ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান হেলপার নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩০ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৭
চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান হেলপার নিহত কাভার্ড ভ্যানের ধাক্কায় ক্ষতিগ্রস্ত বাস

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় জয়নাল আবেদীন (২৮) নামে এক কাভার্ডভ্যান হেলপার নিহত হয়েছেন।

শনিবার (০২ ডিসেম্বর) ভোর ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জয়নাল চট্টগ্রামের মিরসরাই সদর উপজেলার পশ্চিম মিঠানালা গ্রামের নুরুল আলমের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, মহাসড়কের নানকরা এলাকায় চট্টগ্রামগামী একটি
যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১১-৭৪৩১) যাত্রী নামাচ্ছিলো। হঠাৎ পেছন থেকে দ্রুতগামী একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট-১১-৬৬৮৭) বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের হেলপার জয়নাল আবেদীন নিহত হন।

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনির জানান, দুর্ঘটনার খবর পেয়ে কাভার্ডভ্যান ও বাসটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। মরদেহ উদ্ধার কের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।