ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

‘মেয়র আনিসুল হকের মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়ে গেলো’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩০ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৭
‘মেয়র আনিসুল হকের মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়ে গেলো’ বাসায় রাখা শোকবইয়ে স্বাক্ষর করছেন আত্মীয়-স্বজন ও সর্বস্তরের মানুষ। ছবি: সাব্বির আহমেদ/ বাংলানিউজ

ঢাকা: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের মৃত্যুতে বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হয়ে গেলো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

অন্যদিকে বা‌ণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফা‌য়েল আহ‌মেদ বলেছেন, তার সততা প্রশ্নাতীত ছিলো।

শনিবার (০২ ডিসেম্বর)  সদ্য প্রয়াত মেয়‌রের রাজধানীর বনানীর ২৩ নম্বর সড়কের ৮০ নম্বর বাসায় এসে সংবাদমাধ্য‌মের কাছে প্রতিক্রিয়ায় এসব মন্তব্য করেন তারা।

দুপুর ১টা ২০ মিনিটে আনিসুল হকের মরদেহ আসার পর বনানীর বাসায় তাকে শেষবারের মতো দেখতে আসছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষেরা। সকাল থে‌কেই ভিড় করে আছেন আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরাও। প্রিয় মেয়রকে নাগরিকদের শেষ শ্রদ্ধা বিকেল ৩টায় বাসার গে‌টে রাখা শোকবইয়ে স্বাক্ষর করছেন সর্বস্তরের মানুষ। প্রথ‌মেই আত্মীয়-স্বজনদের দেখার পর তার মরদেহ দেখছেন অন্যরা।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘ডিএনসিসি’র মেয়র আনিসুল হকের মৃত্যুতে বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হয়ে গেলো। তিনি গ্রিন অ্যান্ড ক্লিন ঢাকার স্বপ্ন দেখছিলেন’।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘মেয়রের সততা প্রশ্নাতীত ছি‌লো। তি‌নি দৃঢ় ছি‌লেন, নাগরিকদের কল্যাণে কোনো কাজে কখনও পিছপা হ‌তেন না। ব্যক্তিজীবনেও সফল ছি‌লেন। তি‌নি মানু‌ষের হৃদয় কে‌ড়ে‌ছেন’।

‘আ‌মিও তার টি‌ভি অনুষ্ঠা‌নে গি‌য়ে‌ছি। তি‌নি ব্যবসায়ী হি‌সে‌বে সফল ছি‌লেন। বিপ‌দে-আপ‌দে মানু‌ষের পা‌শে থাক‌তেন। ব্যবহা‌রের দিক থে‌কেও অমা‌য়িরক’।

‘আমার গা‌ড়ি‌তে ক‌রে ঢাকায় কি কি ক‌রে‌ছেন, তা দে‌খি‌য়ে‌ছি‌লেন আ‌নিসুল হক’- ব‌লেন তোফা‌য়েল।

ব্যবসায়ী নেতা এ ‌কে আজাদ ব‌লেন, ‘বি‌জিএমইএ ভবন তার হা‌তে গড়া। ব্যবসায়ী‌দের তি‌নি সংগ‌ঠিত ক‌রে‌ছেন। এফ‌বি‌সি‌সিআইয়েও তার অবদান ছি‌লো অসামান্য’।

এর আগে ১২টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি ০০২ ফ্লাইটযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ পৌঁছানোর পর সরাসরি মেয়রের বাসায় নেওয়া হয়। লন্ডন থেকে বিমানে মরদেহ নিয়ে সঙ্গে এসেছেন আনিসুল হকের স্ত্রী রুবানা হক, ছেলে নাভিদুল হক ও নাতনি।

বিকেল ৩টায় আর্মি স্টেডিয়ামে আনিসুল হককে শেষ শ্রদ্ধা জানাবেন সাধারণ মানুষসহ সর্বস্তরের বিশিষ্ট নাগরিকেরা।

শ্রদ্ধা অর্পণ শেষে সেখানেই বাদ আসর নামাজে জানাজার পর বনানী কবরস্থানে সমাহিত করা হবে জনপ্রিয় এই ব্যক্তিত্বকে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে যুক্তরাজ্যের লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন আনিসুল হক। হাসপাতালে তিনি কৃত্রিম শ্বাস-প্রশ্বাস (ভেন্টিলেশন) যন্ত্র দেওয়া অবস্থায় লাইফ সাপোর্টে ছিলেন। বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস যন্ত্র খুলে নিয়ে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৭
এসএ/এএটি/এএসআর

মেয়র আনিসুল হকের মরদেহ বাসায়
মেয়র আনিসুল হকের মরদেহ ঢাকায়

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।