ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পাবনায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৭
পাবনায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পাবনা: পাবনায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন।

শনিবার (০২ ডিসেম্বর) দুপুর ২টার দিকে শহরের নূরপুর ডাকবাংলার সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।  

নিহতদের মধ্যে পাবনার সুজানগর উপজেলার হেমরাজপুর গ্রামের বদিউজ্জামানের (৪৫) নাম জানা গেছে।

বাকি একজনের নাম জানা যায়নি। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাবনা সদর থানার ডিউটি অফিসার মো. সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, দুপুরে পাবনা পৌর এলাকার নূরপুর এলাকায় সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সঙ্গে একটি সিএনজির মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজির এক যাত্রী নিহত ও পাঁচ জন আহত হন।

আহতদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নেওয়ার পথে অজ্ঞাতপরিচয় এক নারী মারা যান। বাকি চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।