ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কুড়িগ্রামে আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৭
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কুড়িগ্রামে আলোচনা সভা আলোচনা সভা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুড়িগ্রাম: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কুড়িগ্রামে কোরআন তেলাওয়াত, ওয়াজ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‘মানবতার মুক্তির অগ্রদূত মহানবী (সা.)’ এ প্রতিপাদ্যে শনিবার (০২ ডিসেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে কুড়িগ্রাম পৌর টাউন হলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান।

এসময় ইসলামিক ফাউন্ডশনের উপ পরিচালক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিন আল পারভেজ, পৌর মেয়র আব্দুল জলিল, মওলানা মাজিদুর রহমান, মোবাশ্বের রাশেদীন, রফিকুল ইসলাম, মশিউর রহমান ও নজরুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ডিসেম্বর ০২, ২০১৭
এফইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।