ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর সমাধিতে পাউবো মহাপরিচালকের শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৭
বঙ্গবন্ধুর সমাধিতে পাউবো মহাপরিচালকের শ্রদ্ধা

গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)-এর মহাপরিচালক একেএম মমতাজ উদ্দিন শ্রদ্ধা নিবেদন করেছেন।

শনিবার (০২ ডিসেম্বর) বিকেলে তিনি বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- পাউবো’র প্রধান প্রকৌশলী অহিদুজ্জামান চৌধুরী, ফরিদপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হাকিম, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা, গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী শফি উদ্দিন, উপ-বিভাগীয় প্রকৌশলী শাহীনুর রহমানসহ ফরিদপুর জোনের কর্মকর্তা ও গোপালগঞ্জের ঠিকাদাররা উপস্থিত ছিলেন।

এর আগে, মহাপরিচালক এবং প্রধান প্রকৌশলী টুঙ্গিপাড়ায় চলমান বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ঘুরে দেখেন। পরে তিনি গোপালগঞ্জ পানি উন্নয়ন অফিসে ফরিদপুর জোনের নির্বাহী প্রকৌশলী ও উপ-বিভাগীয় প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময় করেন।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।