ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে অদ্ভুত আকৃতির শিশুর জন্ম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৬ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৭
ঠাকুরগাঁওয়ে অদ্ভুত আকৃতির শিশুর জন্ম অদ্ভুত আকৃতির মাথার শিশু। ছবি: বাংলানিউজ

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে অদ্ভুত আকৃতির মাথা নিয়ে এক কন্যা শিশুর জন্ম দিয়েছেন সেলিনা আকতার নামে এক গৃহবধূ।

শনিবার (২ ডিসেম্বর) রাত ৮টায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে এ শিশুর জন্ম হয়।

শিশুটির মা সেলিনা আকতার ঠাকুরগাঁও শহরের নিশ্চিন্তপুর গ্রামের হোটেল শ্রমিক লিমনের স্ত্রী।

সে আমবাগ হোটেলের পরোটা বানানোর কারিগর।

শিশুটির বাবা লিমন বাংলানিউজকে জানান, প্রসব বেদনায় স্ত্রী সেলিনাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর রাতে অদ্ভুত আকৃতির মাথা নিয়ে একটি কন্যা শিশুর জন্ম দেয় সে।

শিশুটির দুই চোখ ফোলা ও নাকের নিচে ঠোঁট কাটা রয়েছে বলেও জানান তিনি। শিশুটির নাম রাখা হয়েছে জিনাত পারভীন।

অদ্ভুত আকৃতির এ শিশুর জন্মের খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে উৎসুক জনতার ভিড় জমেতে থাকে। শিশু ও মা দুজনেই সুস্থ রয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. শাহজাহান নেওয়াজ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, হাজারে ২/১ টা শিশু প্রকৃতির নিয়মে অস্বাভাবিক আকৃতি নিয়ে জন্ম নেয়। এ শিশুটিও তার একটি।

এছাড়া গর্ভাবস্থায় আয়োডিনের অভাব ও অপুষ্টিজনিত কারণেও অস্বাভাবিক আকৃতির শিশুর জন্ম হতে পারে বলেও জানান এই চিকিৎসক।

বাংলাদেশ সময়: ০৫২৬ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৭
এইচএমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।