ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

প্রতিবন্ধী দিবস উপলক্ষে খাগড়াছড়িতে শোভাযাত্রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৪ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৭
প্রতিবন্ধী দিবস উপলক্ষে খাগড়াছড়িতে শোভাযাত্রা শোভাযাত্রা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: ‘সবার জন্য টেকসই ও সমৃদ্ধ সমাজ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে পালিত হয়েছে ২৬তম আন্তর্জাতিক এবং ১৯তম জাতীয় প্রতিবন্ধী দিবস।

এ উপলক্ষে রোববার (০৩ ডিসেম্বর) সকালে জেলা সমাজসেবা কার‌্যালয়ের সামনে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হলের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক ড. গোফরান সিদ্দিকীর সভাতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।

বিষেশ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) এম এম সালাহ উদ্দিন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ঞ্চুমনি চাকমা, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা মো. শাহানাহান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।