ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কোচিং বাণিজ্য রোধে বানিয়াচংয়ে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৭
কোচিং বাণিজ্য রোধে বানিয়াচংয়ে মানববন্ধন মানববন্ধন করছেন অভিভাবকসহ এলাকার লোকজন

হবিগঞ্জ: কোচিং বাণিজ্য রোধে অভিভাবকদের উদ্বুদ্ধকরণের উদ্দেশে হবিগঞ্জের বানিয়াচংয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা দুর্নীতি কমিটি আয়োজিত মানববন্ধনে শিক্ষক ও অভিভাবকসহ এলাকার লোকজন অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, বর্তমান শিক্ষার্থীরা ক্লাসে মনোযোগী নয়।

তারা নামে-বেনামে কোচিংয়ের দিকে ঝুঁকছে। কোচিংয়ের পড়ার চাপে তারা স্কুলের পড়ার সময় পায় না। শিক্ষার্থীরা বিভিন্ন বাণিজ্যিক কোচিংয়ে মডেল টেস্ট দিতে ব্যস্ত। ফলে তাদের ভবিষ্যত এগিয়ে যাচ্ছে অনিশ্চয়তার দিকে।
তাই এই বাণিজ্যিক কোচিং বন্ধ করার জন্য সরকারের পাশাপাশি অভিভাবকসহ শিক্ষকদের এগিয়ে আসার আহবান জানান তারা।

এতে সভাপতিত্ব করেন বানিয়াচং দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আমাবাগান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল ভুষণ রায়।

র‌্যালি শেষে মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশির আহমদ, জনাব আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাফিউজ্জামান খান, সুফিয়া মতিন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ছালামত আলী খান, বিএসডি মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মোবাশ্বির আহমদ, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, ০৩ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।