ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

লাখাইয়ে ভিজিএফ’র চাল আত্মসাৎ, ইউপি চেয়ারম্যান কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৭
লাখাইয়ে ভিজিএফ’র চাল আত্মসাৎ, ইউপি চেয়ারম্যান কারাগারে ইউপি চেয়ারম্যান আরিফ আহমেদ রূপম

হবিগঞ্জ: ভিজিএফ-এর চাল আত্মসাৎ মামলায় হবিগঞ্জের লাখাই সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সভাপতি আরিফ আহমেদ রূপমকে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (০৩ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সম্পা জাহানের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে এ নির্দেশ দেন।

কোর্ট পরিদর্শক কাজি কামাল আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

২৬ অক্টোবর সন্ধ্যা ৭টায় লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ওবায়দুর রহমান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বজলার রহমান চেয়ারম্যানের কার্যালয়ের একটি কক্ষ থেকে ১১০ বস্তায় সাড়ে ৫টন চাল জব্দ করেন। পরে চেয়ারম্যানের বিরুদ্ধে লাখাই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদ্যুৎ কুমার আচার্য্য বাদী হয়ে মামলা দায়ের করেন। এতদিন তিনি পলাতক ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।