ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে প্রতিবন্ধী দিবস পালিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৭
বরিশালে প্রতিবন্ধী দিবস পালিত প্রতিবন্ধী দিবসে বর্ণাঢ্য র‌্যালি। ছবি: বাংলানিউজ

বরিশাল: 'সবার জন্য টেকসই ও সমৃদ্ধ সমাজ’ এ স্লোগানে বরিশালে ২৬তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ১৯ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বোরবার (৩ ডিসেম্বর) সকালে বরিশালের অশ্বিনী কুমার হলের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাজসেবা কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বরিশাল সেমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক মো. মোশারফ হোসেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকে তালুকদার মো. ইউনুস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক আবুল কালাম আজাদ, সমাজসেবা অধিদফতরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. সাব্বির সাব্বির ইমাম, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ সাঈদুর রহমান রিন্টু, মুক্তিযোদ্ধা এএমজি কবির ভুলুসহ অন্যান্যরা।

সভা শেষে দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বরিশালের জেলা প্রশাসন, সমাজসেবা অধিদফতর ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের এসব কর্মসূচির আয়োজন করেন।

বাংলা‌দেশ সময়: ১৫২৮ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৭
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।