ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের ১ একর জমি দখলমুক্ত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৭
ময়মনসিংহে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের ১ একর জমি দখলমুক্ত অবৈধ দখল উচ্ছেদ করা হচ্ছে

ময়মনসিংহ: ময়মনসিংহে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধের দেয়াল সংলগ্ন অবৈধ দখলদার উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। এতে ওই স্মৃতিসৌধের প্রায় ১ একর সরকারি জমি উদ্ধার হয়েছে। 

রোববার (০৩ ডিসেম্বর) বেলা ১১ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নগরীর পাটগুদাম ব্রিজ মোড় এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল বিন করিম।  

তিনি জানান, অভিযানকালে স্মৃতিসৌধের দেয়াল ঘেষে থাকা প্রায় ১০টি টিনের ঘর ও ৫টি আধা পাকা ঘর উচ্ছেদ করা হয়।

 

নগরীর শম্ভুগঞ্জে বাংলাদেশ চীন মৈত্রী সেতুর কাছাকাছি অবস্থিত এ স্মৃতিসৌধটি নির্মাণ করে জেলা পরিষদ।  

এখানে ফুটিয়ে তোলা হয়েছে ৫২’র ভাষা আন্দোলন, ৬৬’র শিক্ষা আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থান এবং ৭১’র স্বাধীনতা সংগ্রামের বিমূর্ত চিত্র। দীর্ঘদিন ধরে এ স্মৃতিসৌধের দেয়াল সংলগ্ন জায়গার দখল করে রেখেছিলো অবৈধ দখলদাররা।  

ময়মনসিংহ জেলা পরিষদের সচিব বনানী বিশ্বাস বাংলানিউজকে বলেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় এক একর সরকারি জমি উদ্ধার হয়েছে।  

উদ্ধারকৃত জমিতে মুক্তিযুদ্ধ জাদুঘর ও পাঠাগার নির্মাণের প্রস্তাবনা রয়েছে। এ কারণেই এ স্থানে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৭ 
এমএএএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।