ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৭
কালীগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ অভিযোগটি আমলে নিয়ে রোববার (০৩ ডিসেম্বর) বিকেলে লালমনিরহাট সদর হাসপাতালে ওই কিশোরীর স্বাস্থ্য পরীক্ষা করায়।

জানা গেছে, উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর দরগারপাড় গ্রামের আজিজুল ইসলামের ছেলে জাকির হোসেন (১৮) তার প্রতিবেশী বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে বিয়ের প্রলোভন দিয়ে বেশ কিছুদিন ধরে ধর্ষণ করছেন।

পরে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় জাকির ওই কিশোরীকে আবারও ধর্ষণ করেন। এ সময় কিশোরীর বাবা বিষয়টি দেখে জাকিরকে আটক করেন। পরে জাকিরের পরিবারের লোকজন তাকে ছাড়িয়ে নিয়ে যায়।

এ ব্যাপারে বিচার চেয়ে কিশোরীর বাবা-মা সমাজের গণ্যমান্যদের কাছে গিয়ে ব্যর্থ হন। পরে কিশোরীর মা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বাংলানিউজকে জানান, অভিযোগটি ধর্ষণ মামলা হিসেবে গ্রহণ করে আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে চিকিৎসকের বরাত দিয়ে কিশোরীর মা দাবি করেন- তার মেয়ে দুই মাসের অন্তঃসত্ত্বা।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।