ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নারী নেতৃত্বের বিকাশ বিষয়ে কুড়িগ্রামে মতবিনিময়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৭
নারী নেতৃত্বের বিকাশ বিষয়ে কুড়িগ্রামে মতবিনিময় মতবিনিময়কালে অতিথিরা। ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: কুড়িগ্রামে নারী নেতৃত্বের বিকাশের মাধ্যমে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে ‘সাউথ এশিয়ান ইয়ং উম্যান লিডারশিপ মেনটরিং প্রজেক্ট’ বিষয়ক অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ ডিসেম্বর) দুপুরে অ্যাসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্টের (এএফএডি) খলিলগঞ্জ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।  

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিন আল পারভজ।

 

এএফএডি সংস্থার সদস্য সচিব ছাফিনা বেগমের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক সাইদা ইয়াসমীনের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা দুর্নীতি প্রতিরোধ কমিশনের (দুপ্রকে) সভাপতি সামিউল হক নাটু, মহিলা পরিষদ নেত্রী রওশনারা চৌধুরী, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি খায়রুল আনাম, বেলগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুর রহমান, অ্যাডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৭
এফইএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।